Posts

Showing posts from October, 2018

কবিরাজি কিছু কথা

Image
                               কবিরাজি কিছু কথা   সম্মানিত পাঠক বৃন্দ:   একথা অতি সত্য যে, পৃথিবীতে প্রতিটি কাজের জন্য কিছু নির্ধারিত নিয়মাবলী রয়েছে৤ এসব নিয়মাবলীর মাধ্যমেই কাজের সফলতা লাভ করা যায় ৤ প্রতিটি শিল্পকলা ও প্রতিটি বিদ্যার ব্যকরণ বা গ্রামার দ্বারাই শিক্ষা করা যায় এবং তাকে আয়ত্ত্ব আনা সম্ভব হয়ে থাকে৤ নিয়মাবলী ছাড়া বিদ্যার্জ নের চেষ্টা করলে নিঃসন্দেহে অকৃতকার্য হয়৤ যেমন বলা হয়, যে না জানে ব্যাকরণ,তার বিদ্যা অকারণ’ অনূরুপ আমলিয়াত বিদ্যা অর্জনের জন্য কিছু নিয়ম কানুন আছে৤ যা ব্যতিত আমলিয়াত করলে কোন ফল পাওয়া যায় না৤  অতএব সর্ব প্রথম এই মূল্যবান বিষয়ে কিছু নিয়মাবলী বর্ণনা করা যাচ্ছে৤ যেন আমলকারীগণ এসব নিয়ম পালন করে আমল করিয়া সুফল লাভ করতে পারে৤ একথা সত্য যে আমল ও তাবিজাতের বিদ্যার সংগে তারকাাাা , কক্ষপথ ও বিভিন্ন সময়ের বিশেষ ঘনিষ্ট সম্পর্ক৤ কোন আমল পাঠ করতে হলে অথবা কোন তাবিজ লেখার পূর্বে এ বিষয়ের প্রতি বিশেষেভাবে দৃষ্টি রাখতে হবে৤ তা হলে অতি আশ্চার্য ফল পাবে৤   ...