কবিরাজি কিছু কথা

                               কবিরাজি কিছু কথা  


সম্মানিত পাঠক বৃন্দ: 
একথা অতি সত্য যে, পৃথিবীতে প্রতিটি কাজের জন্য কিছু নির্ধারিত নিয়মাবলী রয়েছে৤ এসব নিয়মাবলীর মাধ্যমেই কাজের সফলতা লাভ করা যায় ৤ প্রতিটি শিল্পকলা ও প্রতিটি বিদ্যার ব্যকরণ বা গ্রামার দ্বারাই শিক্ষা করা যায় এবং তাকে আয়ত্ত্ব আনা সম্ভব হয়ে থাকে৤ নিয়মাবলী ছাড়া বিদ্যার্জনের চেষ্টা করলে নিঃসন্দেহে অকৃতকার্য হয়৤

যেমন বলা হয়, যে না জানে ব্যাকরণ,তার বিদ্যা অকারণ’ অনূরুপ আমলিয়াত বিদ্যা অর্জনের জন্য কিছু নিয়ম কানুন আছে৤ যা ব্যতিত আমলিয়াত করলে কোন ফল পাওয়া যায় না৤ 
অতএব সর্ব প্রথম এই মূল্যবান বিষয়ে কিছু নিয়মাবলী বর্ণনা করা যাচ্ছে৤ যেন আমলকারীগণ এসব নিয়ম পালন করে আমল করিয়া সুফল লাভ করতে পারে৤ একথা সত্য যে আমল ও তাবিজাতের বিদ্যার সংগে তারকাাাা , কক্ষপথ ও বিভিন্ন সময়ের বিশেষ ঘনিষ্ট সম্পর্ক৤ কোন আমল পাঠ করতে হলে অথবা কোন তাবিজ লেখার পূর্বে এ বিষয়ের প্রতি বিশেষেভাবে দৃষ্টি রাখতে হবে৤ তা হলে অতি আশ্চার্য ফল পাবে৤

                      সাত তারকা
ঐ সাত তারকাকে ছাবআ, সাইয়ারা বা ভ্রমণকারী সাত তারকা বলা হয়৤ যারা নিজেদের পরিভ্রমণের দ্বারা আকাশ অতিক্রম করে থাকে ৤ কিন্তু আসমানের সাথে তারা ঘুরে না৤ সে সাতটি তারকার নাম: 

1৤ সামস, ২৤ সুস্তরী, ৩৤ মিররীখ,   ৪৤ আতারাদ,    ৫৤ কমর,     ৬৤ জহুল, ৭৤ জুহরা৤ 

আল্লাহ পাক তারকার মধ্যে অতি আশ্চর্য ধরনের ফল রেখেছেন৤ এ পৃথিবীতে অধিবাসীকে উর্ধ্ব  জগতের অনুসারী হিসাবে সৃষ্টি করেছেন৤ কোন কোন তারকা সৌভাগ্যবান৤ আবার কোন কোনটি হচ্ছে ভাগ্যহীন৤ যেমন জহুল এবং মিররীখ এ দুটি হচ্ছে ভগ্যহীণতা ভালবাসার জন্য তাবিজ বা আমল করতে হয়৤ দুশমনের জন্য তদবীর বা আমল করতে হলে মিররীখ এবং জহুল  এই দু সেতারার আমল করতে হয় এবং জ্বীন ভূতের তদবীর করতে হলে জহুল এবং মিশরীখ এ দুই সেতারার আমলে তদবীর বা আমর করতে হয় এবং জ্বীন ভূতের তদবীর করতে হলে জহুল এবং মিশরীখ এ দুই সেতারার আমলে তদবীর বা আমল করতে হয়৤

এসব বিষয়ের প্রতি লক্ষ রেখে যদি সঠিক সময়ে সেতারা আমল ধরে এবং লোবান জ্বালিয়ে তাবিজ বা আমল করলে নিঃসন্দেহে সে এ তদবীরের ফলাফল লাভ করবে৤ অনেক সময় দেখা যায় যে উদ্দেশ্য করে তাবিজ লেখা হয়৤ এ তাবিজ ব্যবাহর করলে তার ফলাফল বিপরীত হয়ে যায়৤ তার একমাত্র কারণ হল ঐ তাবিজ যে সময়ের লেখা নিয়ম ছিল, সে সময় লেখা হয়নি ৤ তাই কোন সময় কোন সেতারার আমল শুরু হয়ে থাকে সে বিষয়ে ভালভাবে জানতে হবে৤

নিচে সাতার সেতারার নকশা দেয়া হল৤


এটা হল সাত সেতারার নকশা
 1৤ ভালবাসা তৈরির তদবীর সম্পর্কে জানতে এই লিংকে ক্লিক করুন
https://kobiraj55.blogspot.com/p/blog-page_2.html


2৤ বিবাহ না হওয়ার সম্পর্কে জানতে নিচের লিংকে ক্লিক করুন:   
 https://kobiraj55.blogspot.com/p/blog-page.html


3৤ যৌন সমস্যার সম্পর্কে জানতে নিচের লিংকে ক্লিক করুন         
https://kobiraj55.blogspot.com/p/blog-page_55.html



4৤ সন্তানহীনতার তদীর সম্পর্কে জানতে নিচের লিংকে ক্লিক করুন
https://kobiraj55.blogspot.com/p/blog-page_99.html


5৤ অন্যান্য তদবীর সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
 https://kobiraj55.blogspot.com/p/blog-page_17.html

 jagoNews24.com              চাকরির পত্রিকা          

সাপ্তাহিক চাকরির পত্রিকা         প্রথম আলো


Comments