কবিরাজি কিছু কথা
কবিরাজি কিছু কথা সম্মানিত পাঠক বৃন্দ: একথা অতি সত্য যে, পৃথিবীতে প্রতিটি কাজের জন্য কিছু নির্ধারিত নিয়মাবলী রয়েছে এসব নিয়মাবলীর মাধ্যমেই কাজের সফলতা লাভ করা যায় প্রতিটি শিল্পকলা ও প্রতিটি বিদ্যার ব্যকরণ বা গ্রামার দ্বারাই শিক্ষা করা যায় এবং তাকে আয়ত্ত্ব আনা সম্ভব হয়ে থাকে নিয়মাবলী ছাড়া বিদ্যার্জ নের চেষ্টা করলে নিঃসন্দেহে অকৃতকার্য হয় যেমন বলা হয়, যে না জানে ব্যাকরণ,তার বিদ্যা অকারণ’ অনূরুপ আমলিয়াত বিদ্যা অর্জনের জন্য কিছু নিয়ম কানুন আছে যা ব্যতিত আমলিয়াত করলে কোন ফল পাওয়া যায় না অতএব সর্ব প্রথম এই মূল্যবান বিষয়ে কিছু নিয়মাবলী বর্ণনা করা যাচ্ছে যেন আমলকারীগণ এসব নিয়ম পালন করে আমল করিয়া সুফল লাভ করতে পারে একথা সত্য যে আমল ও তাবিজাতের বিদ্যার সংগে তারকাাাা , কক্ষপথ ও বিভিন্ন সময়ের বিশেষ ঘনিষ্ট সম্পর্ক কোন আমল পাঠ করতে হলে অথবা কোন তাবিজ লেখার পূর্বে এ বিষয়ের প্রতি বিশেষেভাবে দৃষ্টি রাখতে হবে তা হলে অতি আশ্চার্য ফল পাবে ...
Comments
Post a Comment